Talent Stationary
icon 0
icon

Your order.

There are no items in your Cart.

আমাদের দৃষ্টিভঙ্গির কোনো মানদন্ড আছে?

November 08, 2023 04:00:39 PM
Cover

একজন মানুষ আরেকজন থেকে আলাদা। কোনো বিষয়ের মূল্য কিংবা গুরুত্ব বুঝতে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন। বাস্তবতার নিরীখে আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গির মানদন্ড কী? কারণ একেকজনের চিন্তা,জ্ঞান এবং প্রায়োগিক ক্ষমতার পার্থক্যের ফলে মতপার্থক্য হবেই। যেই বিষয়ে দ্বিমত হওয়া সেই বিষয়ে ঐক্যের সুযোগ তখনই সম্ভব যখন দুপক্ষেরই একটি মানদন্ড থাকে। আমাদের মানদন্ড নেই। আমরা আপন বিচারে কথা বলি এবং অন্যকে তার জায়গা থেকে না বুঝে নিজের জায়গা থেকে পরিমাপ করি। Carol Dweck একজন আমেরিকান সাইকোলজিস্ট। তার লেখা বিখ্যাত বই Mindset এ তিনি উল্লেখ করেছেন - The view you adopt for yourself profoundly affects the way you live your life. অর্থাৎ, আপনি নিজের জন্য যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন তা আপনার জীবনযাপনের পদ্ধতিকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা প্রভাবিত হই এবং অন্যকেও প্রভাবিত করি। কিন্তু উপলব্ধি করতে পারি না। জীবন এবং যাপন এই দু'য়ের মাঝেই রয়েছে পরিবার, সমাজ এবং রাষ্ট্র। আমরা পরিপূরক, আমরা অসম্পূর্ণ। সম্পূর্ণ হতে অন্যের সহোযোগীতা এবং আন্তরিক মেলবন্ধন দরকার। জীবনে আপনি যা অর্জন করতে চান, তার সাথে কি আপনার দৈনন্দিন কাজকর্ম এবং দৃষ্টিভঙ্গির মেলবন্ধন রয়েছে, এবং থাকলে কতটা? আদৌ কি আমাদের দৃষ্টিভঙ্গির কোনো মানদন্ড আছে?

ionicons-v5-q