Your order.
There are no items in your Cart.
মানুষ হয়ে জন্মানোর পর থেকে জীবনের এই পর্যায়ে আসা অব্দি চলমান যেই শব্দটি শুনছি, বলছি এবং এখন,লিখছি সেটি হচ্ছে "Talent"
এযাবৎ কতবার যে এই শব্দ শুনেছেন, এবং ব্যবহার করেছেন বিভিন্ন সময়ে তার কোনো ইয়ত্তা কি আছে? নেই। এমনকি দেখেন,আমাদের প্রতিষ্ঠানের নামও এই শব্দে!
সে যাই হোক,আজ সকালে যখন আমাদের সদ্য আসা দৃষ্টিনন্দন ২০০ পেইজের খাতাগুলো নেড়েচেড়ে দেখছিলাম তখন কি ভেবে যেনো চোখ আটকে যায় ট্যালেন্ট লিখা লোগোতে। এতদিন ধরে এতোবার দেখা ও বলার পরও আজকের মতো যেই প্রশ্নগুলো মনে আসেনি সেগুলো হলো,
ট্যালেন্ট এই শব্দটি কোথা থেকে এলো? কীভাবে এটি তার বর্তমান অর্থে পৌঁছেছে?
এককাপ চা খেয়ে চনমনে মেজাজ নিয়ে কাজের ফাঁকে বসে পড়লাম উত্তর খুঁজতে…
.
ব্যাবিলনীয় ধারণার হেলেনাইজড(Hellenized) সংস্করণ হিসাবে উদ্ভুত, talent শব্দটি মূলত ছিলো talanton-ট্যালান্টন যা weight-ওজনকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হতো। আঞ্চলিক বাণিজ্য সহজ এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে ওজনের একটি স্বীকৃত মান প্রতিষ্ঠা করা হয় এবং এর মাধ্যমে ভালো পণ্যের মূল্য আলাদাভাবে নির্ধারণ করতে ভালো পণ্যগুলোকে একটি বিশেষ নামে অভিহিত করা শব্দটি হলো - talent. মূলত বাণিজ্যিকভাবে পণ্যের মান, ওজনের প্রাচীন মাপ, মুদ্রার প্রাচীন মাপ, পণ্যের উপযোগী ক্ষমতা এবং ব্যবহারিক দক্ষতা নির্ধারণে চড়া অর্থের দাবিদ্বার এমন সব কিছুই মধ্যযুগীয় বিশ্বে ল্যাটিন শব্দ ''talenta" জনমুখে প্রচারিত হয়। এখান থেকে আমরা ট্যালেন্ট শব্দটির আধুনিক সংজ্ঞা এবং অর্থ খুঁজে পাই। এক কথায় যদি প্রকাশ করতে হয় তাহলে বলতে হয়,ওজন এবং মূল্যের একক হিসেবে ট্যালেন্ট শব্দটি উল্লেখ করা হতো। এখানে মূল্য বলতে এমন সব কিছুই ধরা হয় যা কিনা "বিশেষ" মানদণ্ডে ওজন করা হতো। ইংরেজি এবং অন্যান্য ভাষায় "উপহার এবং দক্ষতা" বোঝাতে "talent" শব্দের ব্যবহার । ১৩ শতকের শেষের দিকে উদ্ভূত হয়েছিল এই ধারণা।
.
ইংরেজিতে "Talent" শব্দটি এসেছে গ্রীক শব্দ "talanton" থেকে। এটলান্টিস প্রেস এবং উইকিপিডিয়ার তথ্যনুযায়ী চীন এবং ওয়েস্টের Etymology বা শব্দতত্ত্বে আধুনিক ইংরেজিতে "Talent" শব্দটি "daimon" এবং "talanton" এর সংমিশ্রণ। কারণ চীন এবং পাশ্চাত্যের মধ্যে মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে ট্যালেন্ট সম্পর্কিত সামাজিক ধারাণাগুলো অন্বেষণ করে এবং এর পার্থক্য করে তাৎপর্যপূর্ণ সার্বজনীন কিছু পয়েন্ট পাওয়া যায়।
.
সাদামাটা ভাবে আমার অনুসন্ধানে যেই তথ্য উপাত্ত দিলাম তার সবটাই বিভিন্ন জার্নালের আর্টিকেল এবং তথ্যপিডিয়া থেকে নেয়া। তবে এখন আমরা Talent অর্থে যেই বাংলা বুঝি- প্রতিভা,দক্ষতা,মেধা ইত্যাদি এগুলো সবই সেই প্রাচীন কালের ভাবধারা থেকেই আগত সমার্থক বাংলা শব্দ, যেকোনো বিশেষ বিষয়েরই প্রতিনিধিত্ব করে শাব্দিকভাবে।
.
রাশভারী এই শব্দের ভাবধারা বজায় রেখে আমরাও চেষ্টা করছি আপনাদের কাছে শিক্ষা উপকরণে ব্যবহৃত 'ট্যালেন্ট' পণ্য পৌছে দিতে…
Discover our selection of popular publications covering a wide range of topics in the world of Talent Stationary. Explore insightful articles and stay informed with valuable resources to spark your inspiration and creativity.