Your order.
There are no items in your Cart.
১৯১৪ এর শেষের দিক। পুরো পৃথিবী বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ধুঁকছে। আর সব দেশের মতো সমরাস্ত্রের টানাপোড়েনে আছে যুক্তরাজ্যের নৌবিভাগও। এসময় সরকারি নির্দেশে তুষারশুভ্র রহস্যে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায় যাবার নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন ছিলেন শ্যাকলটন, একজন অ্যাংলো-আইরিশ অভিযানকারী। অভিযানের জন্য নির্বাচন করা জাহাজটি ছিল সেই সময়ের অন্যতম সেরা জাহাজ - এন্ডুরাস। নরওয়েতে তৈরি জাহাজটি প্রথম পানিতে ভাসে ১৯১২ সালের ১৭ ডিসেম্বর। শুরুর দিকে অভিযানের পথ নির্ণয়ে বেশ সাফল্য দেখাতে সক্ষম হন শ্যাকলটন। কিন্তু যতই তারা সাগর ধরে এগোতে থাকেন, প্রকৃতি যেন আরও বিরূপ হয়ে উঠতে থাকে তাদের প্রতি। সেই বছর সমুদ্রে বরফ জমার পরিমাণ অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। বরফ ভেঙে কিছুদিন এগোতে সক্ষম হন শ্যাকলটন। কিন্তু বিরূপ আবহাওয়া এবং সামুদ্রিক ঝড়ে অক্টোবরের ২৭ তারিখে বরফের আঘাতে ক্ষতিগ্রস্থ হয় এন্ডুরাসের হাল। ১৯১৫ সালের ২১ নভেম্বর সমুদ্রের গভীরে চিরনিদ্রায় শায়িত হয় এন্ডুরাস। দুঃসাহসিক এই অভিযানে শেষ পর্যন্ত অভিযাত্রীরা বেঁচে ফিরেছিলেন নাকি এন্ডুরাসের সাথে হারিয়ে গিয়েছিলো উত্তাল সমুদ্রের গভীর পানিতে?
-
লেখাটি ট্যালেন্ট স্টেশনারীর নতুন খাতার প্রচ্ছদে ব্যবহৃত ডিজাইনের পিছনের গল্প। সত্যিকার দুঃসাহসিক অভিযাত্রার এই ঘটনা আমাদেরকে শেখায় - A Smooth Sea Never Made A Skilled Sailor.
-
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং প্রতিযোগিতার বাজারে আপনাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের খাতা পৌছে দিতে ট্যালেন্ট স্টেশনারীর চেষ্টা, যার উদাহরণ প্রচ্ছদের উত্তাল সমুদ্রের কঠিন পরিবেশে টিকে থাকার মতোই। আমরা চেষ্টা করে যাচ্ছি কঠিন পরিবেশে দক্ষতার শিক্ষায় সফল হতে,যেই সফলতা ছুঁয়ে যাবে সবাইকে।
Discover our selection of popular publications covering a wide range of topics in the world of Talent Stationary. Explore insightful articles and stay informed with valuable resources to spark your inspiration and creativity.