Your order.
There are no items in your Cart.
সভ্যতার বিকাশে আমরা নানাবিধ উন্নয়ন করলেও নৈতিকতার দিক থেকে আমাদের উন্নয়ন হয়নি। বরং দিনদিন অধিকতর খারাপ হচ্ছে। মানুষ হয়ে আমরা যেই অন্যায় এবং অজ্ঞতার সাম্রাজ্য গঠনে ব্যতিব্যস্ত,সেই দিকে তাকালে নিজেদের কে শ্রেষ্ঠত্বের কাতারে সামিল করা যায় ? একটা সময় ছিলো যখন শ্রদ্ধাভক্তির অনুশীলন ছিলো, সমাজে পরিবার গঠন থেকে শুরু করে সর্বত্র শৃংখলাবদ্ধ পরিকল্পনা এবং একটি আদর্শিক ভাবধারা বিরাজমান রাখার অভিপ্রায় ছিলো দায়িত্বশীল সকলের মাঝেই। আজ সেই আদর্শিক পালে পরিবর্তনের হাওয়া লেগেছে। এখন সবাই নিজেদের মাঝে মুক্তচিন্তার আদর্শ লালন করে সবাই সবার আদর্শ বাস্তবায়নে ব্যস্ত। মানুষ স্বাধীনতা চায়,শান্তি নয়। কিন্তু অশান্ত দৃষ্টিকোণে আসলেই কি আমরা স্বাধীন?
প্রখ্যাত লেখক মুনীর চৌধুরী বলেছিলেন - মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।
বদলে যাবার কারণ খুজে অকারণেই হারিয়ে যাচ্ছি নাতো?
Discover our selection of popular publications covering a wide range of topics in the world of Talent Stationary. Explore insightful articles and stay informed with valuable resources to spark your inspiration and creativity.