Your order.
There are no items in your Cart.
এক আত্নীয়র ছেলে পড়াশোনা করবেনা,কাজ করবে। অথচ বয়স মাত্র ১০ বছর! পড়াশোনা করবেই না। জীবন দিয়ে দিবে কিন্তু পড়াশোনা করবে না। বাচ্চাদের সাথে আমার ইন্টারেকশন ভালো থাকার ফলে সেই আত্নীয় আমাকে রিকোয়েস্ট করে একটু কথা বলার জন্য,বোঝানোর জন্য।পড়াশোনা করুক কিংবা না করুক এই ব্যাপারে আমার কোনো মাথাব্যথা নেই কিন্তু পড়াশোনার প্রতি এমন সাংঘাতিক অনীহার কারণ জানতে আমি ব্যাপক কৌতুহল। আহারে আমিও যদি এমন জেদ করতে পারতাম! আমি সেই অভিমানী বাবলুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম,আগে ফ্রী হয়ে নেই তারপর রহস্য উদঘাটন! বার্ষিক পরীক্ষায় ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে প্রোমোশন পায়নি বিজ্ঞান বিষয়ে গড়ে ফেইল করার কারণে। তারপর শুরু হয় ব্যবচ্ছেদ! বাসায় বাবা-মা থেকে শুরু করে আত্নীয়-স্বজন সবাই শুধু উঠতে বসতে ধিক্কার,লজ্জাকর কথা,আদর না করা, ছোট ছোট বিষয়ে বারবার ব্যার্থতার কথা তুলে বকাঝকা করা ইত্যাদির পাশাপাশি পাশের বাসার আন্টির অত্যাচারও উল্লেখযোগ্য। তার ছেলে ভালো রেজাল্ট করার কারণে তিনি সেটা বারবার তুলে ধরেন,এমনকি ছেলের রেজাল্ট দেখিয়ে গদগদে কথা বলেন! এসব কথা বলতে বলতে অসহায় বাবলু কেঁদে নাকের পানি চোখের পানি এক করে ফেলে। আমি আর কিছু না বুঝিয়ে সেদিনের মতো বাসায় নিয়ে যাই।
.
ব্যাপারটা দায়িত্বশীলরা খেয়াল করি না কিন্তু এলার্মিং। কেনো এলার্মিং সেটার ব্যাপারে শুরুতেই উল্লেখ করেছি,পড়াশোনা করবে না। সবার ক্ষেত্রে সেইম হবে এমন না। যার যার মনে যেই যেই ঘটনার কারণে দাগ কেটেছে সেই ব্যাপারেই এলার্মিং ঘটনার সূত্রপাত হবে,সেটা কেমন তা সময় বলে দিবে। তবে হবে।
.
হার্ভাড ইউনিভার্সিটির Center on the Developing Child সাইটে একটি আর্টিকেল প্রকাশ করা হয় এই শিরোনামে - 8 Things to Remember about Child Development.
সেখানে গ্রাফের মাধ্যমে দেখায় যে neglect is the most prevalent form of child maltreatment. অর্থাৎ উপরের ঘটনা। এই যে আমরা বাচ্চাদের সাথে অবহেলিত আচরণ করি, তাদের ভুলে তুচ্ছ তাচ্ছিল্য করে বকাঝকা থেকে শুরু করে মারধর পর্যন্ত করি, এর প্রভাব এদের উপর খুব বাজেভাবে পরে। আর যখন পরে তখন আমরা কারন উদঘাটন এবং নমনীয় না হয়ে উল্টো শাসনের মাত্রা বাড়িয়ে দিয়ে। অনেকেই বলতে পারে তাহলে কি আহ্লাদ করবো আর লাই দিয়ে অপরাধের প্রশ্রয় দিবো। না, বাচ্চাদের সাইকোলজি থেকে চিন্তা করে রিয়েক্ট করবো ঠিক যেভাবে আমরা বড়রা বিপদে পড়লে সিচুয়েশন বুঝে কাজ করি।
আগ্রহী পাঠকদের জন্য আর্টিকেলের লিংক দিয়ে দিচ্ছি। জানার আছে অনেক কিছু।
আর্টিকেলের লিংক-
https://harvardcenter.wpenginepowered.com/wp-content/uploads/2016/05/8-Things-to-Remember-About-Child-Development.pdf?fbclid=IwAR0ziudDloE1JHvP7B0xXJN7MJ8G9u9tDq5Zsbq7DglKV74KDiJLTShGHUA
Discover our selection of popular publications covering a wide range of topics in the world of Talent Stationary. Explore insightful articles and stay informed with valuable resources to spark your inspiration and creativity.